প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের প্যারামেডিকেল ও নার্সিং টেকনোলোজীর শিক্ষার্থীদের ইন্টার্ণশীপ শুরু হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম। এর আগে বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নানসহ শিক্ষার্থীরা তত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার কোন শেষ নেই। যেখানে যেভাবে শিখবে ভালো করে শিখবে। তিনি আরো বলেন, তোমরা যত বেশি শিখতে পারবে তত বেশি তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। ব্যবহারিক ও তাত্বিক বিষয়ে জ্ঞান অর্জন করে মানুষকে সেবা দিতে হবে। চিকিৎসা পেশায় মানুষকে বেশি সেবা দেয়া যায়। তিনি আরো বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল চিতিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিকট থেকে শেখার আছে। শিক্ষার কোন বয়স লাগে না। তিনি আরো বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ম-শৃংখলা আছে। সেগুলো তোমাদের মানতে হবে। এ সময় প্যারামেডিকেল ও নার্সিং টেকনোলোজীর ইন্টার্ণশীপের শিক্ষার্থীদের শিফট ডিউটি করতে হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, এস এম হাবিবুল্লাহ, হারুন-অর রশিদ, আয়েশা সিদ্দিকা, ফরিদা ইয়াসমিন, নূর জাহান, মহসিন আলী, বেলাল হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …