নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া সন্তানকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটালো কলারোয়া থানা পুলিশ। নারায়নগঞ্জ থেকে হারানোর ৩দিন পর ছেলে ইসমাইল (১৪)কে ফিরে পেয়েছে বাবা-মা। ইসমাইল নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কালদি গ্রামের ইব্রাহিম হোসেন ও হামিদা বেগমের ছেলে। শুক্রবার দুপুরে উদ্ধার হওয়া সন্তানকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন চন্দনপুরের গয়ড়া বাজারে এক কিশোরের ঘোরাফেরা করার খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেন। পরে তার অভিভাবককে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেয়া হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, তার নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এসআই মাসুদুজ্জামান বৃহস্পতিবার হারানো ওই কিশোরকে উদ্ধার করে শুক্রবার তার অভিভাবকের হাতে তুলে দেয়া হয়। এসময় হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ইসমাইলের পরিবার। ওসি মুনীর জানান, ‘পড়াশোনায় ভালো না হওয়ায় অভিমান করে বাড়ি থেকে স্বেচ্ছায় চলে এসেছিলো ছেলেটি।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …