জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সংস্থার কার্যালয়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক হারুনার রশিদ, রেহেনা পারভীন, নুর জাহান খাতুন,আলমগীর হোসেন, সন্ন্যাসী মন্ডল, সাইদুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় আগামী ৩ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৩ নভেম্বর সাধারণ সভার মাধ্যমে ৯ সদস্য বিশিস্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ১৪ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং প্রার্থী একের অধিক হলে সে ক্ষেত্রে আগামী ১৭ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …