শ্যামনগর (সদর) প্রতিনিধি: বন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে মালামালসহ ৪ জেলেকে আটক করেছেন সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে কাছিকাটা বন অফিসের সদস্যরা। শনিবার বেলা ১১ টার দিকে সুন্দরবনে মাহমুদা নদী সংলগ্ন কাছিকাটা অভয়ারণ্য খাল থেকে জেলেদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামে মৃত জহুর আলী গাজীর ছেলে জামাল গাজী (৩৮) এবং একই এলাকার মোঃ রহমান গাজীর ছেলে শফিকুল গাজী (৩০), মৃত জবেদ গাজীর ছেলে হাফিজুর গাজী (৩৫) ও মোঃ জবেদ আলীর ছেলে হাফিজুর গাজী (২৮)।
সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় জেলেদের আটক করে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময়ে জেলেদের ব্যবহৃত ১ টি নৌকা, ৩শত ফুট দড়ি, ৫শত পিস বড়শিসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …