তালায় নকলে সহযোগিতা করায় শিক্ষককে অব্যহতি, শিক্ষার্থী বহিস্কার

ক্রাইমবার্তা রিপোটঃ    তালায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সোমবার তালা উপজেলার পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুতে তথ্যও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
অব্যহতি পাওয়া শিক্ষক উপজেলার জেএন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ শামসুল আলম পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুর কক্ষ পরিদর্শক।

তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান,সোমবার জেডিসির তথ্য ও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
আরও পড়ুন- কিসের ছাত্রলীগ, কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

এছাড়াও নকলের সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক সামসুল আলম নামের একজন জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।