সাতক্ষীরায় সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা : “ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে শহরের বাসটার্মিনাল থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বাস টার্মিনালে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বাসমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি আবু শাহিন প্রমুখ। বক্তারা এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান

দমুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।