ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মানদণ্ড অনুযায়ী, এখন ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ৩০১-৪০০। যা সুস্থ ও স্বাভাবিক মানুষের শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। এমন স্বাস্থ্যঝুঁকির আশংকা নিয়েও সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।
অবশ্য মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শংকা ছিল। তবে সব সংশয় দূরে ঠেলে দিয়ে গেল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামেন সফরকারীরা। শেষ অবধি জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেন টাইগাররা। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে দেন তারা।
তবে সেখানে ম্যাচ খেলা মোটেও সহজ ছিল না। সেটা ভালোভাবেই টের পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচের আগে বেশ কয়েকজন মাস্ক পরে অনুশীলন করেন। অন্যতম ছিলেন লিটন দাস। তবে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। এবার জানা গেল আরেক তথ্য।
ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে, দূষণের কারণে প্রথম টি-টোয়েন্টির দিন বমি করেন লাল-সবুজ জার্সিধারীদের দুই ক্রিকেটার। তন্মধ্যে একজন হলেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে অপরজনের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। ব্যাটিং করার সময় বমি করেন তারা।
এরই মধ্যে দূষণ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাজমুকুটের সন্ধানে রাজকোটে পৌঁছেছেন তারা। পরিচ্ছন্ন নগরী হিসেবে এর রয়েছে বিশ্বজুড়ে সুনাম। আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে এখানেই ভারতের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহরা। এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান প্রথম ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম। তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ১০ নভেম্বর নাগপুরে। ম্যাচটাকে কেবল আনুষ্ঠানিকতার বানিয়ে ফেলতে চান তিনি।