অাকবর হোসেনঃ তালা: তালায় ইউএনও’র উপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা হয়েছে। ৪ নভেম্বর সোমবার তালা উপজেলার মাদরা গ্রামের সরকারী খাল দখলমুক্ত করার সময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের উপর হামলা করে দুবৃত্তরা। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার রোকনুজ্জামান বাদী হয়ে ৬ নভেম্বর বুধবার তালা থানায় দন্ডবধির ১৪৩, ৩৩২, ৩৫৩ ও ৩৭৯ ধারা উল্লেখ করে একটি মামলা করেছে, যার মামলা নং-০৪। উক্ত এজাহারে ১১ জনের নাম উল্লেখ পূর্বক ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এখনো পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।
তালা থানার ওসি মেহেদী রাসেল এ প্রতিবেদককে বলেন, এ মামলার আসামী যেই হোক না কেনো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বর্তমান আসামীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ অভিযান চলমান আছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …