ক্রাইমর্বাতা রিপোর্ট সাতক্ষীরা:: সাতক্ষীরার ইটাগাছা জাগ্রত যুবসঙ্গের উদ্যোগে ৮ দলীয় নক-আউট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রুবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ খেলা চলবে সন্ধা পর্যন্ত। পরে স্থানীয় ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।
ইটাগাছা জাগ্রত যুবসঙ্গের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক রেজাউল করিম ও জাগ্রত যুবসঙ্গের সাধারণ সম্পাদক আসাদুজ্জাদান পিয়ালে তত্বাবধায়নে ৮ দলীয় নক-আউট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। দল সমূহের মধ্যে ইটাগাছা বন্ধু মহল,যুবসঙ্গ,সিনিয়র একাদশ,কাজল একাদশ.আনোয়ারুল একাদশ অন্যতম।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাইদুর এর সার্বিক ব্যবস্থপনায় ধারা বর্ননায় রয়েছেন নাছিম, এবং খেলা পরিচালনা করছেন রাজু ।