ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে হানিফ পরিবহনের সুপারভাইজার আবুল কালামকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহীনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিনেরপোতা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা হতে সাতক্ষীরাগামী হানিফ পরিবহন তল্লাশি করে বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে আসা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বহন করার অপরাধে হানিফ পরিবহনের সুপারভাইজার যশোরের কেশবপুরের কন্দপুরের মৃত গোলাম রহমান গাজীর ছেলে আবুল কালামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
Check Also
আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে …