বুলবুল মোকাবেলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

ক্রাইমর্বাতা রিপোট:   প্রবল ঘূর্ণিঝড় বুলবুল-এর সম্ভাব্য আঘাত মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরে সেনা মোতায়েন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সেনাবাহিনীর ১০০ সদস্যের দুটি টিম যশোর থেকে রওনা হয়েছে। তারা দুর্যোগপূর্ব ও দুর্যোগ পরবর্তী মানুষকে উদ্ধারসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

রাতে মেজর তানজিরের নেতৃত্বে ৬৬ সদস্যের একদল সেনা সদস্য পৌঁছে যাবে বলে জানা গেছে। এ ছাড়া ক্যাপ্টেন জিসানের নেতৃত্বে ৫৭ সদস্যের আরও একটি টিম এর কিছু সময় পর পৌঁছবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ দিকে বুলবুল মোকাবেলায় শ্যামনগর ও আশাশুনিতে বিপুলসংখ্যক পুলিশ-আনসার-বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া এমনকি তাদের মাঝে খাবার বিতরণের দায়িত্ব পালন করছেন। কোস্টগার্ড বনবিভাগ আনসার সদস্যরাও কাজ করছেন।

এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও, সিপিসি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও তাদের সহকর্মীরা একযোগে উদ্ধার কাজে নেমেছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।