বুলবুল মোকাবেলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

ক্রাইমর্বাতা রিপোট:   প্রবল ঘূর্ণিঝড় বুলবুল-এর সম্ভাব্য আঘাত মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরে সেনা মোতায়েন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সেনাবাহিনীর ১০০ সদস্যের দুটি টিম যশোর থেকে রওনা হয়েছে। তারা দুর্যোগপূর্ব ও দুর্যোগ পরবর্তী মানুষকে উদ্ধারসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

রাতে মেজর তানজিরের নেতৃত্বে ৬৬ সদস্যের একদল সেনা সদস্য পৌঁছে যাবে বলে জানা গেছে। এ ছাড়া ক্যাপ্টেন জিসানের নেতৃত্বে ৫৭ সদস্যের আরও একটি টিম এর কিছু সময় পর পৌঁছবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ দিকে বুলবুল মোকাবেলায় শ্যামনগর ও আশাশুনিতে বিপুলসংখ্যক পুলিশ-আনসার-বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া এমনকি তাদের মাঝে খাবার বিতরণের দায়িত্ব পালন করছেন। কোস্টগার্ড বনবিভাগ আনসার সদস্যরাও কাজ করছেন।

এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও, সিপিসি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও তাদের সহকর্মীরা একযোগে উদ্ধার কাজে নেমেছেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।