ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা: শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করায় সাতক্ষীরায় জাতীয় পাটির মহাসচিব মশিউর রহমান রাঙার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সাতক্ষীরা সদর আমলী আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করলেও তাৎক্ষণিক কোন আদেশ দেননি।
গত রোববার, বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় অংশ নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনকে নিয়ে কটূক্তি করেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ও সমালোচনা করেন তিনি। রাঙা বলেন, নুর হোসেন একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ছেলে। তাকে নিয়ে গণতন্ত্রের দুই দল নাচানাচি করছে।
রাঙার এই বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে গত মঙ্গলবার তার এই বক্তব্যেও জন্য ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান মশিউর রহমান রাঙা। পরবর্তীতে জাতীয় সংসদের অধিবেশনেও তিনি ক্ষমা প্রর্থনা ও দুঃক্ষ প্রকাশ করেন। বিস্তারিত আসছে——
Check Also
আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে …