সাতক্ষীরার শিল্পী  মিরাদুল মুনীমের কন্ঠেশিশুদের গানে মডেল হলেন বিচারপতি আব্দুর রউফ(ভিডিও)

ক্রাইমর্বাতা রিপোর্ট: নিজস্ব প্রতিনিধি:   ‘রাসূল (স:)   বলেন, তিন অভ্যাসের জন্য তিন পুরস্কার :

১.মৌনতার জন্য শান্তি । ২.খোদাভীরুতার জন্য মর্যাদা । ৩.সেবার জন্য নেতৃত্ব ।  মানুষের মাঝে এমন অভ্যাস প্রচলন থাকলে সমাজে শান্তি বিরাজ করেএই শ্লোগানকে সামনে রেখে

এবার জনপ্রিয় তিনটি অভ্যাস নিয়ে গান গাইলেন সাতক্ষীরার শিল্পী বিশিষ্ট ইসলামী গানের  টিভি উপস্থাপক ও গাইক শিল্পী মিরাদুল মুনীম। পূণ্য করো জীবন হবে ধন্য শিরোনামে গানটিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মডেল হয়েছেন। গীতিকবি নাঈম আল ইসলাম মাহিনের লেখা ও সুরকার মশিউর রহমানের সুরে গানটি গেয়েছেন শিল্পী মিরাদুল মুনীম ও ঢাকার সবুজকুঁড়ি কালচারাল একাডেমির শিশু শিল্পীরা।

গানটি কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার জয়নাল আবেদিন একাত্ত।তরুণ নির্মাতা এইচ আল-হাদীর পরিচালনায় গানটির দৃশ্যায়ন করা হয়েছে কেরানীগঞ্জের শ্যামলবাংলা রিসোর্টে ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ সাহেবের বাসায়।

 

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।