পৌর কাউন্সিলর জোৎন্সার ছেলে জাহিনের বিরুদ্ধে চুরির মামলা, আদালতে প্রেরণ

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরা:  সাতক্ষীরা পৌরসভার ১নং মহিলা ওয়ার্ডের কাউন্সিলর জোৎন্সা আরার ছেলে আবরার জাহিনকে চুরির মামলায় আদালতে পাঠিয়েছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। মামলার বাদী সাতক্ষীরা সদর উপজেলা বয়ারবাতান গ্রামের নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি।
মামলার এজাহারে সাগর উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর ২০১৯ সন্ধ্যা অনুমান ৭টার সময় সে দহাকুলা পূর্বপাড়া মসজিদের সামনে রাস্তা দিয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় তার হাতে ছিল একটি কালো রং এর স্মাইল মেবাইল সেট। যার সিম নং ০১৯০৮৬৫৫৯৯০। মোবাইলটির দাম ৯ হাজার ৩০০ টাকা। সাগর সাইকেলে চলমান থাকা অবস্থায় আসামী জাহিন তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এসময় সাগর চোর চোর বলে চিৎকার দেয়। তখন স্বাক্ষী মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান, শেখ আমির আলীর ছেলে ইউনুচ আলী, জামাল উদ্দিনের ছেলে আব্দুল খালেক, আজিমুদ্দিনের ছেলে মোঃ আমিনুর রহমানের সহায়তার জাহিনকে তাড়িয়ে ধরে ফেলে। স্বাক্ষীদের সকলের বাড়ি দহাকুলায়। এসময় ধৃত জাহিন মোবাইল চুরির কথা স্বীকার করে এবং তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
মামলাটি রেকর্ড করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান। ধারা দন্ডবিধির ৩৭৯/৪১১, তারিখ ১৯.১১.১৯।

এদিকে বেলা ১টায় দিকে আদালত আসামী জাহিনকে জামিন দিয়েছে বলে জানা গেছে।

Check Also

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।