স্টাফ রিপোর্টার : আজ ২০ নবেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী। ১৯৬৫ সালের এইদিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার ডাক নাম পিনো। ১/১১ সরকারের সময়ের ষড়যন্ত্রমূলক মামলা এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানকার সাউথ ওয়েলিংটন ও লন্ডন হসপিটালে তার চিকিৎসা চলছে। লন্ডনের চিকিৎসার সুবিধার্থে তিনি লন্ডনে সপরিবারে বাস করছেন। তবে তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবায়দা রহমান ঝুনু, একমাত্র কন্যা জায়মা রহমান। জন্মদিনে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে আছে দেশেই। আর বাংলাদেশের মানুষ তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুণছেন।
মাত্র ১৫ বছর বয়সে পিতৃহারা তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হন মেধাবী ছাত্র তারেক রহমান।
পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেয়ার আগেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গি হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে।
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এ দায়িত্ব পেয়ে জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠন ছাড়াও জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে উল্লেখযোগ্যসংখ্যক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী-সমর্থকদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এখান থেকেই তিনি মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্য শোনেন এবং তাদের মতামত গ্রহণ করেন। এ সভাগুলোতে তারেক মূলত দলের গঠনতন্ত্র, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় করেন। এরপর ২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং চলতি বছর ১৯ মার্চ ৬ষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মা বেগম খালেদা জিয়াকে কথিত দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে তিনি দলের পার্লামেন্টারি বোর্ডেও সদস্যদের সাথে চলমান মনোনয়ন বোর্ডে অংশ নেন।
বিএনপির অভিযোগ, তারেকের অভাবনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে একটি চক্র। ওয়ান ইলেভেনের সরকার তাকে চিরতরে পঙ্গু করার যে গভীর চক্রান্তের নীলনক্সা এঁকেছিল তার নির্মম বলি হন আধুনিক রাজনীতির এই আইডল। ৭ মার্চ, ২০০৭ তারিখে একটি কথিত দুর্নীতি মামলার আসামী হিসেবে তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও ১৩টি দুর্নীতির মামলা করা হয়। ওয়ান ইলেভেনে সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে আরো মামলায় জড়িত করে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালত তার বিরুদ্ধে সাজার রায় দিয়েছে। প্রতিবারের মতো এবারো এই হিরন্ময় তরুণ নেতার জন্মদিনটি এলেও তা সুদূর প্রবাসে চিকিৎসাধীন অবস্থায় তাকে পালন করতে হচ্ছে।
মহাসচিবের বাণী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখর”ল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের উৎপাদন-উন্নয়ন ও সমৃদ্ধির স্বাপ্নিক তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকীতে তার প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা। তৃণমূল পর্যায়ে তর”ণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করলে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে-এই চিন্তার ধারক-বাহক ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তারেক রহমান সারাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান। তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য তার হাঁস মুরগী-ছাগল বিতরণ ও প্রতিবন্ধী মানুষদের কম্পিউটার বিতরণের কর্মসূচি ছিল যুগান্তকারী-যা আজও দেশবাসী ভুলে যায়নি। সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারলে তারা শিক্ষার প্রতি আগ্রহ ও জাতীয় উন্নয়নে অংশীদার হতে পারবে-এই বিশ্বাসেই তিনি উক্ত কর্মসূচি বাস্তবায়ন করতে দেশের সকল জনপদে ঘুরে বেড়িয়েছেন।
দেশাত্ববোধে জারিত হওয়া অপার সম্ভাবনাময় সেদিনের তারুণ্যদীপ্ত নেতার অভ্যুদয় দেশী-বিদেশী চক্রান্তকারীরা কখনোই মেনে নিতে পারেনি। তাই ১/১১-তে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার জনাব তারেক রহমানকে নি:শেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন ও ক্রমাগত কুৎসা রটনার ধারা বর্ষণ চালায়। কিন্তু তারপরও তাকে নীরব ও বিচলিত করা যায়নি, দুর্বল করা যায়নি তাঁর অটুট মনোবলকে। যাদের আন্দোলনের ফসল ছিল ১/১১ সরকার তারা ক্ষমতায় এসেই তারেক রহমানের বির”দ্ধে নানামূখী চক্রান্তে আরও কয়েক ধাপ এগিয়ে যায়। তার নামে অসংখ্য মামলা দায়ের করে একের পর এক সাজা দিয়ে যাচ্ছে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে। তবুও তারা তারেক রহমানকে দুর্বল করতে পারেনি। এখনও দু:শাসনের হুমকি প্রতিদিনই তাঁর ওপর বর্ষিত হচ্ছে, তারেক রহমানকে চক্রান্তজালে আটকাতে চলছে নিরন্তর বহুমূখী ষড়যন্ত্র। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তাঁর বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি।
আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন দুঃশাসনে দেশ আজ ধ্বংসের সর্বশেষ প্রান্তে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে। বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারও একদলীয় শাসনের নিষ্পেষণে সারাজাতিকে বন্দী করা হয়েছে। এই দু:সময়ে জনাব তারেক রহমানের নি:শংক মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বির”দ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে। আমি তাঁর আশু সুস্থতা, সুখী ও দীর্ঘজীবন কামনা করছি।
কর্মসূচি: অন্য বছরগুলোতে ছেলের জন্মদিনে রাতেই কেক কেটেছিলেন মা খালেদা জিয়া। গতবারের ন্যায় এবারও তিনি কারাগারে থাকায় দলের সিনিয়র নেতারা কেক কেটেছেন। জানা গেছে, গতকাল দিনগত রাত ১২টা ১ মিনিটে ৫৫ পাউন্ডের কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন দলের সিনিয়র নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ কেক কাটা হয়েছে। এছাড়া ছাত্রদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করেছে। জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। এছাড়াও জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। বিএনপির কমসূচির মধ্যে রয়েছে- সারাদেশের মহানগর জেলা সদরে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা। এছাড়া আজ ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে নীচ তলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
গাজীপুর সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর গাজীপুর মহানগরে সংগঠনের কার্যালয়ে খালেদা জিয়া মুক্তি পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ওই অনুষ্ঠান হয়।
খালেদা জিয়া মুক্তি পরিষদ গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদ হাসান রাজুর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদল নেতা মো: রোহানুজ্জামান শুক্কুর, মো: সাইফুল ইসলাম শামীম, ইউসুফ মাদবর, মাজেদুল ইসলাম, মেহেদি হাসান লিখন, মো: শাকিল তালুকদার, ইবনে সিনা তোহা ও সেলিম রেজা প্রমুখ।
মিলাদ ও দোয়ায় তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করা হয়। এর আগে তারেক রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …