ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: সুলতানপুর বড়বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিৎ সাহা মসলা ভান্ডারে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়। জানা যায়, দুপুরে সুলতানপুর বড়বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মসলা ভান্ডারের স্বত্বাধিকারী আবুল কাশেমকে ভোক্তা অধিকার আইনে ৫২/৫৩ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালত মশলা ভান্ডারে মজুদ রাখা বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করে এবং পরে তা ধ্বংস করে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …