হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ হাসপাতালের সভাকক্ষে কালিগঞ্জ স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান, ডাঃ সুকান্ত কুমার বিশ্বাস,হাসপাতালের নার্সিং সুপার ভাইজার হালিমা খাতুন, এস এ সি এম ও মহাতাব উদ্দীন, এইস আই প্রশান্ত কুমার সরকার প্রমুখ। এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসুচী, রোগ নিয়ন্ত্রন বিভাগ ও সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর আয়োজনে এবং হাসপাতালের এস আই আব্দুস সোবহান এর সঞ্চালনায় “এন্টিবায়োটিকেরর সফলতার আপনি আমি অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে।