ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপি বইমেলার শেষ দিনে মেলাকে আকর্ষণীয় করে তুলতে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির গাছ আনা হয়েছে। সপ্তাহব্যাপি এ মেলার সময় বাড়ছে বলে জানা গেছে। আর এই বর্ধিত সময়ে বইয়ের পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির গাছের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগটি নিয়েছে তুজুলপুর গাছের পাঠশালা নামক একটি প্রতিষ্ঠান। তাদের একটি স্টল দেওয়া হয়েছে।
গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন জানান, আজ সকালে গাছের পাঠশালার স্টলটি দেখতে বহু মানুষ ভীড় জমায়। স্টলে এসেছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সঙ্গে বহু গুণি মানুষ। এসময় গাছের পাঠশালার পক্ষ থেকে জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামালকে পান বিলাস গাছের পাতা দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় পাতা নিতে বহু মানুষ হাত বাড়ান। আজকের বই মেলায় ছাত্র ছাত্রীদের জেলা প্রশাসকের পক্ষ থেকে বইয়ের সঙ্গে দেওয়া হবে ওষুধি গাছ। থাকছে অনেক প্রজাতির গাছ।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …