কলারোয়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলর ঘিরে উত্তেজ

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরা:    নিজস্ব প্রতিনিধি: আগামি ২৯ নভেম্বর কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে ঘিরে টানটান উত্তেজনার সৃষ্টি হচ্ছে। দলটির উপজেলা পর্যায়ের শীর্ষ দুই নেতার দুই মেরুতে অবস্থান আর পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই নেতার অনুসারীদের মাঝে উত্তেজনার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বাধীন নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার পর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘আমরা ২৯ তারিখে ত্রিবার্ষিক কাউন্সিলের ধার্য তারিখ ছাড়া আর কোন নির্দেশনা পাইনি। সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে বিষয়ভিক্তিক কোন দিকনির্দেশনা এখন পর্যন্ত কেউ আমাদের সাথে আলোচনা করেননি। যেমন সম্মেলনের স্থান, সময়, মঞ্চ, প্রধান অতিথি, অতিথির সংখ্যা, অভ্যর্থনা, আপ্যায়ন, ব্যানার ফেস্টুন, পোস্টার, কাউন্সিলর, দ্বিতীয় অধিবেশনের স্থান ইত্যাদি কোন কিছুর বিষয়ে কেউই আলোচনা করেননি। সুতরাং কোন প্রহসনের ও পকেটের সম্মেলন বা কমিটি উপজেলা আ’লীগের সিংহভাগ নেতাকর্মী মেনে নেবে না। তেমনটি করার চেষ্টা হলে কলারোয়ার মাটিতে ওইদিন কোন সম্মেলন হতে দেয়া হবে না।’ তিনি বলেন, ‘৫বছর আগে গঠন করা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির বেশির ভাগ ‘একজনের’ পকেটের কমিটি। ওই কমিটিগুলো নতুন করে গঠন করতে হবে। এরপর নতুন গঠন করা কমিটি ও কাউন্সিলরদের ভোটে উপজেলা আ.লীগের নেতৃত্ব গঠিত হলে আমরা মেনে নেবো।’ তিনি যেকোন অপ্রীতিকর অবস্থা এড়ানোর আহবান জানিয়ে আরো বলেন, ‘২৯ তারিখের কাউন্সিলকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে নেতা-কর্মী-সমর্থকদের মাঝে। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলে এর দায় আমরা নেবো না।’ আলোচনা সভার একপর্যায়ে ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, ‘২৯ নভেম্বরে পুরোনো কমিটিদের দিয়ে ভোটাভুটি হলে আমরা হাজারো কর্মী রক্তের বিনিময়ে প্রতিরোধ করবো।’ দলটির উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, দলটির বর্তমান তিন সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী ভিপি, রবিউল আলম মল্লিক রবি ও অধ্যাপক আমজাদ হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির উপজেলা সহ-দপ্তর সম্পাদক মাস্টার রফিক আহম্মেদ, শ্রম সম্পাদক এনায়েত খান টুনটু, সাংস্কৃতিক সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ-প্রচার সম্পাদক শহীদ আলী, কৃষি বিষয়ক সম্পাদক আলিমুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক এমএ কালামসহ পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা থেকে আগামি ২৪নভেম্বর কলারোয়া উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচীর ঘোষনা করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিউল আলম শফি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।