কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলায় রবি ২০১৯ ও ২০ মৌসুমে সরিষা, ভুট্টা, গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষের প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী। অনুষ্ঠানে উপজেলার ২,২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ কামাল রেজা।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …