কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলায় রবি ২০১৯ ও ২০ মৌসুমে সরিষা, ভুট্টা, গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষের প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী। অনুষ্ঠানে উপজেলার ২,২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ কামাল রেজা।

Check Also

আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।