কলারোয়ায় আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সেই ‘এবি পার্ক’ থেকে এবার জব্দ করা হলো ১০টি বন্যপ্রাণি

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা   কলারোয়ার সেই ‘এবি পার্ক’ থেকে এবার উদ্ধার করা হলো অবৈধভাবে আটকে রাখা ১০টি বন্যপ্রাণি। মঙ্গলবার দুপুরে উপজেলার যুগীখালী ইউনিয়নের ‘এবি পার্কে’ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে পার্কের অভ্যন্তরে তৈরী করা ছোট আকৃতির ঘর থেকে ৩টি বানর, ২টি অজগর, ২টি গন্ধগকুল, ১টি গুই সাপ, ২টি বাঁজপাখি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এসময় সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো.মদিনুল আহসান, থানা পুলিশ, যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানসহ সংশ্লিষ্টরা। পার্কটি স্থানীয়দের কাছে ‘জাহাজমারি পার্ক’ নামেও পরিচিত। খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. মদিনুল আহসান জানান, ‘যুগীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার তার ব্যক্তি মালিকানাধীন এবি পার্কে বন্য প্রাণী আটক রেখে বিনোদন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে বন্য প্রাণী আটক ও সংরক্ষণ দন্ডনীয় অপরাধ হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার এড়াতে পার্কের মালিকসহ অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়। এবিষয়ে সাতক্ষীরা বন আদালতে পার্কের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন জানান, ‘অভিযান চলাকালে পার্কের অভ্যন্তরে তৈরী করা ছোট আকৃতির ঘর থেকে ৩টি বানর, ২টি অজগর, ২টি গন্ধগকুল, ১টি গুইসাপ, ২টি বাঁজপাখি  উদ্ধার করা হয়েছে।’ উল্লেখ্য, অতিসম্প্রতি এই পার্ক থেকে ভ্রাম্যমাণ পতিতা ও খরিদ্দারসহ ৯জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে সেখানে ছোটছোট ঘরে অসামাজিক কর্মকান্ডের সময় হাতেনাতে তাদের আটক করে। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।