নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বাস টার্মিনাল এলাকার মাদক স¤্রাজ্ঞী নামে পরিচিত হালিমা খাতুন ওরফে হালির পরিবারের দৌরাত্মে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর প্রকাশ্যে হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা পৌনে দুটোর দিকে শহরের অদুরে জেলা পুলিশ লাইনের মাত্র কয়েক শ’ গজ দুরে টিভি সাব স্টেশনের পশ্চিম সংযোগ সড়কে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি সদর থানা অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমানকে অবহিত করা হলে তার নির্দেশে এসআই এনামুলসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছায়। পুলিশের সামনে সাংবাদিকের চোখ তুলে নেয়াসহ পুলিশ কি করে সাংবাদিককে রক্ষা করবে তা দেখে নেওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে। এঘটনায় সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Check Also
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …