ক্রাইমবার্তা রিপোটঃ: সাতক্ষীরা : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। আজ সকালে সম্মেলনের প্রথম অধিবেশনের পর দুপুরে গোপন ব্যালটে নির্বাচন অনুস্ঠিত হয়। বেলা পৌনে ৪টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বর্তমান সভাপতি মুজিবর রহমান ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি পেয়েছেন ৭১ ভোট এবং অপর প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনি ১৪৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। অপর প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম ৭৫ ভোট এবং আব্দুর রউফ পেয়েছেন ২০ ভোট
Check Also
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …