ক্রাইমবার্তা রিপোটঃ: সাতক্ষীরা: : জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরা অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবে এবং সবাই জানতে পারবে সাতক্ষীরা অঞ্চলের আদিবাসীরা কীভাবে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে টিকে আছে। সোমবার সাতক্ষীরা সার্কিট হাউজে বেসরকারি সংস্থা সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) আয়োজেন অনুষ্ঠিত সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলাবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিতকরণ প্রকল্পের অধিপরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূল্যায়ন করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে তাদের অধিকারের বিষয়টি সংযোজন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। এ সময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, পেশা, চিকিৎসা, স্বাস্থ্য, ভূমি, সংস্কৃতিসহ সকল সমস্যা সমাধানে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র মুন্ডা প্রমুখ। সভায় মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সমস্যা এবং সম্ভাবনার নানাদিক তুলে ধরেন।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …