দেবহাটায় ট্রলি চাপায় সাইকেল চালক নিহত

দেবহাটা সংবাদদাতা: দেবহাটার ঘলঘলিয়ায় ট্রলি চাপায় শফিকুল ইসলাম খোকা (৬০) নামের এক সাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি দেবহাটা সদর ইউনিয়নের ঘলঘলিয়া গ্রামের মৃত ওমর আলী সরদারের পুত্র। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘলঘলিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম খোকা মঙ্গলবার সকাল ১১টার দিকে ভাতশালা বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে ইউপি সদস্য শরিফুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তার উপর পৌছালে দ্রুত গতিতে আসা একটি ইট বোঝায় ট্রলি তাকে ধাক্কা দিয়ে গাছের সাথে চেপে ধরে। এসময় ট্রলি চালক অবস্থা খারাপ দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা ইট বোঝায় ট্রলিটিকে আটক করলেও ট্রলি চালককে সনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সতত্য স্বীকার করে জানান, ট্রলি চালক ঘটনা স্থল থেকে পালিয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের পরিবারে হস্তান্তর করা হবে।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।