রতনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মেদ আলীর জানাযা শেষে দাফন সম্পন্ন

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউপির সাবেক চেয়ারম্যান এম আহম্মেদ আলীর জানাযা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ২ টায় রতনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন একজন সৎ, পরিছন্ন ও কর্মীবান্ধব নেতা। তার জানাযা নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্মৃতিচারণমুলক বক্তৃতা রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন।
উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর চেয়ারম্যান মিজান গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ মেহেদী হাসান সুমন, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদউজ্জান সাইদ, রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুরত আলী, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, রাজবাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুর আহাব, রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল ওহয়েদ, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, কাঠুরিয়া মাদ্রাসার সুপার মাওঃ আবু বক্কার সিদ্দিক, রতনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফয়জুল্লাহ, টি এন বিদ্যাপীঠের সকল শিক্ষকবৃন্দ,রতনপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আহম্মেদ আলীর পুত্র রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন ও তার ছোটভাই আলীম আল রাজি টোকন, জানাযা নামাজ পরিচালনা ঈমামতি করেন এম আহম্মেদ আলী সাহেবের দোহিত্র আশফাক আহম্মেদ অয়ন।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।