নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে সন্ত্রাসী সাদিক বাহিনীর সদস্য জামাল। বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের পিছনের পুকুর থেকে প্রায় ১০ মণ মাছ জামাল বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কলেজের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী বলেন, সাদিককে বুধবার ছাত্রলীগ থেকে বহিস্কার হওয়ার পর তার বাহিনীর সদস্য সন্ত্রাসী জামাল সুযোগ বুজে আজ সকালে সরকারি কলেজের জিয়া হলের পিছনের পুকুর থেকে সিলভারকার্প, গ্লাস কাপ তেলপিয়াসহ বিভিন্ন মাছ লুট করে নিয়ে যায়। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। এসময় জামালের পিতা মোহাম্মদ আলী ও মা জামিলা খাতুন দাড়িয়ে থেকে জেলেদের দিয়ে মাছ জাল টেনে মাছ ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সাদিকের ছোট ভাই পরিচয় দিয়ে এই জামাল গত দুই বছর ধরে সরকারি কলেজের পুকুরের মাছ, আম গাছ ও ডাব পেড়ে নিলেও কেউ কিছু বলার ক্ষমতা রাখে না।
এ বিষয়ে সরকারী কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …