নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী ফিরোজ হাসান কাউন্সিলর’র কার্যালয়ে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেনের আয়োজনে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন’র সভাপতিত্বে দাবা টুর্নামেন্ট’র উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শাহাজান কবির সাজু প্রমুখ। দাবা টুর্নামেন্টে খুলনা, বাগেরহাট ও স্বাগতিক সাতক্ষীরা জেলার দাবা খেলোয়াড়রা অংশ নেয়। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবুল খায়ের, মো. মোহন, মো. ইকবাল কবির ও মাসুম।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …