প্রাণ শায়ের খালকে ঘিরে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ    প্রাণ শায়ের খালকে ঘিরে সাতক্ষীরা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে।
প্রাণ শায়ের খাল হবে দূষণ মুক্ত, পরিণত হবে নান্দনিক বিনোদনের এক অপরূপ কেন্দ্রে, শহরের ক্লান্তিকর জীবনে এনে দিবে প্রশান্তির ছোঁয়া।
আর এই স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য সাতক্ষীরা জেলার সাবেক সকল জেলা প্রশাসক মহোদয়গন নিরলস পরিশ্রম করেছেন।গত এক বছর ধরে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রাণসায়র খালের প্রাণ ফিরিয়ে আনতে সমন্বিতভাবে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সকল স্তরের জনপ্রতিনিধিগন, জেলা পুলিশ, পৌরসভা, জেলা পরিষদ ,সদর উপজেলা পরিষদ, প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়া, নাগরিক অধিকার সংগঠন সহ সাংস্কৃতিক কর্মীগন সহ অনেকেই জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করেছেন।
ভবিষ্যতে এই স্বপ্নের প্রাণসায়র খালটি কী রূপে শহরবাসীর সামনে আসতে যাচ্ছে তা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে।তবে এটি পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ খালটি পরিণত হবে সাতক্ষীরা শহরের অন্যতম আকর্ষনীয় স্হানে। ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। কোন পরামর্শ থাকলে জানাবেন।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ফেসবুক স্ট্যাটাস থেকে।

Check Also

নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দু’দিনেও মেরামত হয়নি আশাশুনির পাউবো’র বেড়িবাঁধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ভাঙন পয়েন্টে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।