নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ অসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন এমপি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
Check Also
গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …