সামেক হাসপাতালে চিকিসাধীন আবুল খায়ের সরদারের সয্যাপাশে জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রবীন রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের। তিনি গত কয়েকদিন যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীন এই রাজনীতিবীদ তাকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত করা সম্পর্কে দৈনিক পত্রদূতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আদৌ কিছু জানতাম না। আমি সারাজীবন দলের জন্য কাজ করেছি। সাতক্ষীরায় এসে (ফিংড়ি ইউনিয়ন আশাশুনি উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলায় অর্ন্তভুক্ত করার পর) আমি চেষ্টা করেছি কম না। দলের এই সিদ্ধান্তে আমি আনন্দিত। দোয়া করবেন আমি যেন সবাইকে নিয়ে চলতে পারি।