দেবহাটায় র‌্যাবের অভিযানে ১০১ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

দেবহাটার নওয়াপাড়ায় র‌্যাবের অভিযানে এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হয়েছে। আটককৃতের নাম আবু রায়হান গাজী (১৮)। সে দেবহাটার খানজিয়া গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে। রোববার রাতে সাড়ে ১০টার সময় তাকে তার বাড়ির নিকট থেকে আটক করা হয়। এ সময় ১০১ বোতল ফেন্সিডিল, ৯৫০ গ্রাম গাঁজা, ২টা মোবাইল, ৩টি সীমকার্ড ও নগদ ১৮৫০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার নওয়াপাড়া গ্রামস্থ জনৈক ইসমাইল গাঁজী এর বসত বাড়ির অনুমান ১০০ গজ পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর পৌঁছলে উক্ত যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধৃত করার পর উক্ত মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে দেবহাটা থানায় মামলা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।