সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার উদ্যোগে দুর্নীতি বিরোধী র‌্যালি

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা  উদ্যোগে ও জেলা প্রশাসনের  আয়োজনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী র‌্যালিতে অংশ নিয়েছে। সকাল ৯টায়  মাদ্রাসা প্রাঙ্গন হতে র‌্যালিটিবের হয়।

দিবসটি উদযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় নিউ মার্কেট মোড়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, পৌনে ১১টায় র‌্যালি, বেলা ১১টায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, বিকাল সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দুর্নীতি বিরোধী তথ্য চিত্র প্রদর্শন প্রভৃতি।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ডা. সিভিল সার্জন শেখ আবু শাহীন

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।