নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ‘বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীনসহ, শতাধিক মহিলা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক দপ্তরের বিলাল হোসেন।
