ক্রাইমবাতা রিপোটঃ : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০টায় নিউ মার্কেট মোড়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, পৌনে ১১টায় র্যালি, বেলা ১১টায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ডা. সিভিল সার্জন শেখ আবু শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …