বিশেষ প্রতিনিধি: ‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়। আমন ধান সংগ্রহের জন্য কালিগঞ্জ উপজেলায় আসন্ন ২০১৯-২০ মৌসুমে ১৮৪৪৬ জন কৃষকের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ২৮১৫ জন কৃষককে বাছাই করা হয়। লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল। উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, বসন্তপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার বিশ^াস প্রমুখ। আমন ধান সংগ্রহে মৌসুমে প্রত্যেক কৃষককের কাছ থেকে ১ মেট্রিক টন করে মোট ২৮১৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …