সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশের মত যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ঘোষণা করা হয়। এছাড়াও, সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরুপে সুষ্ট জাতিসংঘের অন্যতম বুহৎ অর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্য়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “মানুবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠন আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক পথসভা ও মানববন্ধনের। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, নাগরিক মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, সদস্যসচিব আবুর কালাম আজাদ, প্রেসক্লাব সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাবেক কাউন্সিলর ফরিদা আকতার বিউটি, মনির জমাদ্দার, সুশিলন সহকারী পরিচালক মনিরুজ্জামান, শিক্ষাবিদ আলতাফ হোসেন, এড, এস কে তোহা, এড, সরদার সাইদ, নারী নেত্রী মরিয়ম মান্নান, মল্লিক নাহিদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় চাই তারুণ্যের শক্তি। তরুণেরা এগিয়ে এল দেশে মানবাধিকার সুরক্ষায় ভাল ভুমিকা রাখতে পারবে। কারন তারা পরিবর্তনের কারিগর। বক্তারা আরও বলেন, আর যেন সাতক্ষীরাতে যেন কোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। বিশেষ করে সংখ্যালঘু জনগনের জান-মালের নিরাপত্তার বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। এইচআরডিএফ সাতক্ষীরা ও সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশনের আয়োজনে এবং সহায়তায় মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বদেশ, বরসা, হেড, সিডো, ইউএনডিপি, মহিলা পরিষদ, সানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, উত্তরণ, সুশীলন, সাতক্ষীরা প্রেসক্লাব, নবজীবন, মুক্তি ফাউন্ডেশন, সঞ্চিতা, পদ্ম ও আশা লোককেন্দ্র, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-আসকসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের দুই শতাধিক নারী-পুরুষ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।