অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় জেলা পুলিশের আয়োজনে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর সহযোগিতায় পুলিশ লাইন্সে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় অসহায় গরীব এবং পুলিশ সদস্যদের মধ্যে এ চিকিৎসা সেবা প্রদান ও প্রযোজনীয় ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপি এক হাজার মানুষের মধ্যে এ সেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সহকারি পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম, দেবহাটা সার্কেলে ইয়াসিন আলী, তালা সার্কেলের হুমায়ন কবীর, ডাঃ ইমরুল কায়েস, জিমি, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ। এ সময় বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর ১১২ তম ক্যাম্পেইন এর মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …