অনলাইন ডেস্ক: আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টার সময় তালা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মানবতার দেয়াল এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নং সরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, প্রাক্তন মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সবুর, তালা উপজেলা ভূমি অফিসের নাজির-কাম ক্যাশিয়ার খান নুরুল আমিন, ভূমি অফিসে প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) আসীম চক্রবর্তী, সার্টিফিকেট সহকারী মোঃ তহিদুজ্জামান, অফিস সহকারী মোঃ তরিকুল ইসলামসহ আরও অনেকে। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনার অপ্রয়োজনীয় পোশাকটি দিয়ে যান এবং আপনার প্রয়োজনীয় পোশাক টি নিয়ে যান এবং তিনি এই কাজের প্রসংশা করে আরও বলেন এটার মাধ্যামে গরিব ও মেহনতী মানুষের খুব উপকার হবে। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন এখন থেকে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় পোশাকগুলো এখানে রেখে দিয়ে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় পোশাক এখান থেকে নিয়ে যান।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …