শ্যামনগর থানার এএসআই রফিকের নেতৃত্বে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

মনির হোসেন, কৈখালী (শ্যামনগর): শ্যামনগর থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার নূরনগর ইউনিয়নের নৈকাটি গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আবু সাঈদ (৩০)। ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে আন্তখালি গ্রামের জামে মসজিদের সামনে থেকে মাদক বিক্রয়ের সময় ৪০ বোতল ফেন্সিডিলসহ আবু সাঈদকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।