নিজস্ব প্রতিনিধি: জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ সফল করার লক্ষ্যে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা যুবলীগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের আগমনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে স্বাগত জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শহর। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, আব্দুল খালেক, মহিবুল্লাহ সরদার, খায়রুল ইসলাম, মোতলেবুর রহমান, টুটুল, গোলাম হোসেন, আব্দুর রশিদ, টপি, বাবু, শামছুর রহমান, রিপন হোসেন, মাসুদ আলমসহ সদর উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …