‘অঞ্জন রায়কে হুমকির পেছনে জামায়াত-শিবিরের সম্পর্ক নেই’

সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেওয়ার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারও সম্পর্ক নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়ার নজির নেই। সংগঠন দুটি কাউকে হুমকি-ধমকি দেওয়ার অন্যায়, অনৈতিক ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না।’
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় রমনা থাকায় জিডি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ড. শফিকুর রহমান ও মকবুল আহমদ এবং ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করছি।’
বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকে হুমকির কারণ মনে করে অঞ্জন রায়ের রমনা থানায় ডায়েরি করার খবর ১৪ ডিসেম্বর দু-একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এই খবর আদৌ সত্য কিনা তা আমরা জানি না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি এসব রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো ওই ডায়েরি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদককে অঞ্জন রায়ের হুমকির কারণ মনে করার কোনও যৌক্তিক কারণ নেই। এ দুটি সংগঠন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী বলে বিবৃতিতে দাবি করা হয়েছে

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।