তালেবান অনুপ্রবেশকারীদের গুলিতে ২৩ আফগান সেনা নিহত

ক্রাইমবার্তা রিপোটঃ  আফগানিস্তানের গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালেবান অনুপ্রবেশকারীদের হামলায় অন্তত ২৩ সেনা নিহত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের কারাবাগ জেলার ওই ঘাঁটিতে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য। প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এক বিবৃতিতে বলেছেন, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কারাবাগ জেলার একটি চেক পয়েন্টে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য হামলাটি চালায়। তারা নিজ বাহিনীর ঘুমিয়ে থাকা অপর সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ২৩ জনের প্রাণহানি হয়। পরে হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।’

কারাবাগ জেলা প্রধান হাবিবুল্লাহ বলেন, ‘লিওয়ানা বাজার এলাকায় মর্মান্তিক এই হামলা হয়। এতে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী তালেবানের জ্যেষ্ঠ নেতা জাবিউল্লাহ মাজাহিদ হামলায় সংগঠনের দায় স্বীকার করে বলেন, ‘এই হামলায় এখনও পর্যন্ত ৩২ আফগান সেনা নিহত হয়েছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।