নিজস্ব প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের উদ্যোগে সাতক্ষীরা বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নাগরিক আন্দোলন মঞ্চ’র সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোনা, প্রকৌশলী আবেদুর রহমান, এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, লায়লা পারভীন সেঁজুতি, আমির হোসেন খান চৌধুরী, মেহেদী আলী সুজয়, জাহিদা জাহান মৌ প্রমুখ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …