তালায় মিল্কভিটা দুধে ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

ক্রাইমবার্তা রিপোটঃ   স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আজ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো। মিল্কভিটা দুধে কোন প্রকার ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার সকাল ১১ টায় তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক,সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বুধবার সকালে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তালা উপজেলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।