ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ প্রতিবন্ধিরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী মুজিব বর্ষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে জেলায় বড় পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একই সাথে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষকে নিয়ে একটি কার্নিভাল করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় প্রতিবন্ধী ছেলেমেয়েরা আজ সমাজে মূল্যায়িত হচ্ছে। তাদেরকে পিছিয়ে রাখার কোন অবকাশ নেই। পারিবারিক এবং সামাজিকভাবে সবার উচিত প্রতিবন্ধীদের এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ধৈর্য ও পরিশ্রম সহকারে প্রতিবন্ধী ছেলেমেয়েদের দেখাশোনা করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।
সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশীদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের সার্বিক খোঁজ খবর নে
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …