কলারোয়ায় জাতীয় কৃষক সমিতির মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান

ক্রাইমবার্তা রিপোটঃ  কলারোয়ায় জাতীয় কৃষক সমিতি কৃষকের জীবনমানের উন্নয়নে ৫ দফা দাবিতে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের উপজেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলা পরিষদ তোরণ লাগোয়া যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা কৃষকের জীবনমানের উন্নয়নে উৎপাদিত ফসলের লাভজনক মূল্য প্রদান এবং বীজ, সার, বিদ্যুৎসহ কৃষি উপকরণের ভর্তুকি আরও বাড়ানোর দাবি জানান। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, মাস্টার প্রদীপ কুমার পাল, পূর্ণেন্দু কুমার, আবু হায়াত বাবু, শাহিনুর ইসলাম প্রমুখ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।