ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরাঃ পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার খানপুর গ্রামে ওসমান আলী নামে এক ব্যক্তির বসত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ওসমান আলী খানপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসমান আলী। এসময় তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আব্দুল গফফার সরদারের ছেলে সিরাজুল ইসলামের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধ সূত্রে সিরাজুল ইসলাম, তার ভাই সারোয়ার হোসেন, সিরাজুলের ছেলে সাদ্দাম হোসেন শুক্রবার রাতে তার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে করে তার ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …