পুলিশ জনগনের সেবায় সদা নিয়োজিত, এলাকার শান্তি রক্ষায় পুলিশকে সহহযোগিতা করুন ……….ডিআইজি হাবিবুর রহমান

 

হাফিজুর রহমান শিমুলঃ

খুলনা রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট ডিআইজি মোঃ হাবিবুর রহমান শনিবার(২১ ডিসেম্বর) বেলা ১২ টায় কালিগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি বক্তব্যে বলেন যো কোন মূল্যে আমার এলাকার শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব। অপরাধীদের চিহৃিত করে তাদেরকে আইনের আওয়াতায় আনতে হবে। বর্তমানে থানা পুলিশ সন্ত্রাস,জঙ্গীবাদ, উগ্রোবাদ ও মাদক বিরোধী অভিযানে সফল। তবে এর শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। আমি দেখতে চাই কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস ও মাদকমুক্ত হয়েছে। এ বিষয়ে পুলিশ কিন্তু জিরো টলারেন্সে আছে। পুলিশ জনগনের বন্ধু আখ্যা দিয়ে ডি আই জি মহোদয় আরও বলেন থানায় এসে যেনো কোন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষ অনেকটা সমস্যায় পড়লেই থানায় ছুঁটে আসে। তাদেরকে কোন প্রকার হয়রাণী করা যাবে না। থানায় একটি জিডি করতেও কিন্তু টাকা লাগে না। থানায় কাজে এসে কেহ যেনো কাওকে টাকা দিবেন না। কেনোনা থানায় কোনো খরচ লাগেনা। সবমিলে আমি চাইব এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সকলেই সচেষ্ট থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সাংবাদিকবৃন্দ ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।